পাবনার চাটমোহর উপজেলা সদর থেকে হান্ডিয়াল-হামকুড়িয়া ১২ কিলোমিটার আঞ্চলিক সড়কের দ্রুত সংস্কারের দাবিতে চেতনায় হান্ডিয়ালের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় সংগঠনটির আহ্বায়ক কে এম বেলাল হোসেন স্বপনের সভাপতিত্বে চাটমোহর উপজেলার জার্দিস মোড়, নিমাইচড়া, হান্ডিয়াল, বাঘলবাড়ীসহ একযোগে নয়টি পয়েন্টে মানববন্ধন করা হয়। পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, হাসানুল ইসলাম রাজা, আবদুর রহিম কালু, আবু হানিফ, ছহির উদ্দিন স্বপন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের যাতায়াত চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির সময় জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে ধুলার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী পরিবহন ও সাধারণ যাত্রীদের জন্য সড়কটি বিপজ্জনক হয়ে উঠেছে। প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে সংস্কারের কাজটি গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা থাকলেও ১০ ভাগ কাজ না করেই ঠিকাদার লাপাত্তা। এক মাসের মধ্যে সংস্কারের কাজ দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।