ইছামতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৫ ঘণ্টা পর আজমাইন হোসেন (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। গতকাল চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিণনগর গ্রামের ডাঙ্গাপাড়ার ভাটির সাঁকোরপাড় এলাকার ইছামতী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশু আজমাইন উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিণনগর গ্রামের রহিদুল ইসলামের ছেলে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আজমাইন দুপুর ১টার দিকে কয়েকজন শিশুর সঙ্গে ভাটির সাঁকোরপাড় এলাকার ইছামতী নদীতে গোসল করতে নামে।
এক পর্যায়ে সাঁতার না জানার কারণে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে চিরিরবন্দর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও রংপুরের ডুবুরি দল স্থানীয়দের সহায়তায় প্রায় ৫ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে।
চিরিরবন্দর থানার ওসি আবদুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।