লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ধরলা নদী থেকে গতকাল ছয় বছর বয়সি ভারতীয় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পতাকা বৈঠকের পর লাশটি বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। এ সময় উভয় দেশের ইমিগ্রেশন পুলিশ এবং বিজিবি-বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, পাটগ্রাম উপজেলার গুড়িয়াটারী গ্রামের ধরলা নদীতে শিশু শঙ্খদীপ ঘোষের লাশ ভাসছিল। পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, ধরলা নদীতে ওই শিশুর লাশ পাওয়ার পর ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা মৃতদেহ শনাক্ত করে।