চুয়াডাঙ্গায় ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে নানান ভোগান্তির শিকার হচ্ছেন চালকরা। করোনাকালীন অচলাবস্থা, ভেন্ডর পরিবর্তনসহ দীর্ঘদিন আবেদন জমা পড়ে থাকায় এসব জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা অফিস সূত্র। চালকরা জানান, দীর্ঘদিন তাদের আবেদন বিআরটিএতে পড়ে আছে। এখন অনলাইনে তথ্য অনুসন্ধান করলে ‘রেডি ফর প্রিন্ট’ লেখা দেখাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ছবির সমস্যা। অনলাইনে যে কাজ নিজ জেলায় সম্ভব, সে কাজে স্থানীয় অফিস থেকে স্লিপ নিয়ে ঢাকার প্রধান কার্যালয়ে গিয়ে অনুমোদন আনতে হচ্ছে। চুয়াডাঙ্গা বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) জাহাঙ্গীর আলম বলেন, এসব সমস্যা স্থানীয় বিআরটিএর নয়, ভেন্ডর প্রতিষ্ঠানের সমস্যা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।