পটুয়াখালীর কলাপাড়ায় লোকমান সরদার (৩২) নামে এক দর্জিদোকানির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারসংলগ্ন ভাড়া বাসা থেকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় পাশ থেকে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘টাকা না থাকলে স্ত্রী চলে যাবে, তাই মরে গেলাম’। মৃত লোকমান ওই ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে। তিনি পাখিমারা বাজারে দর্জির কাজ করতেন। স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো দোকান শেষে তিনি ভাড়া বাসায় ফেরেন। সন্ধ্যায় স্বজনরা ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখতে পান তিনি গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন। কলাপাড়া থানার ওসি জুয়েল জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে।