গাইবান্ধার সাদুল্লাপুরে হোটেল মালিকের ছেলেসহ এক নারীকে গুলি করার ঘটনায় ব্যবহৃত পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। গতকাল সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামের হামীম আদনান ফিশারি গেটের পাকা চেকপোস্ট ঘরের পেছনে মাটি খুঁড়ে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানা হেফাজতে রয়েছে।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দীন খন্দকার বলেন, ‘আসামির দেওয়া তথ্যে একটি পিস্তল, গুলি ও খোসা উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, এ অস্ত্র দিয়েই হোটেল মালিকের ছেলে ও নারী কর্মচারীকে গুলি করা হয়েছিল।’ উল্লেখ্য, বুধবার সকালে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজার এলাকার একটি হোটেলে নাস্তার বিল ও আগের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে গোলাপ মিয়া পিস্তল বের করে গুলি চালান। এতে হোটেল মালিকের ছেলে অসীম ও নারী কর্মচারী সেলিনা গুলিবিদ্ধ হন।