নেত্রকোনার মোহনগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় রহমত আলী (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. এ কে এম এমদাদুল হক এ দণ্ড দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩ মে প্রথম শ্রেণির ওই শিক্ষার্থীকে মোহনগঞ্জের একটি বিদ্যালয়ের মাঠ থেকে তুলে শ্রেণিকক্ষে নিয়ে ধর্ষণ করে রহমত আলী। এ ঘটনায় ভুক্তভোগীর মা মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবীর রুবেল রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।