সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নগর কয়রা ও কৃষ্টপুর কয়রা কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল কবর জিয়ারত করতে গিয়ে বিষয়টি জানতে পারেন মৃত ব্যক্তিদের স্বজনরা। কৃষ্টপুর কয়রা গ্রামের নজরুল ইসলাম জানান, ‘ছেলে রুবেলের কবর জিয়ারত করতে গিয়ে কবরের মাটি সরানো অবস্থায় পাই। দেখা যায় কবরের ভিতরে কঙ্কাল নেই।’ ওসি রাকিবুল হাসান বলেন, এ ঘটনা আমরা অনুসন্ধান শুরু করেছি।