বগুড়ার অর্থনৈতিক উন্নয়ন এবং পৌরসভার ভূমিকাবিষয়ক তিন দিনব্যাপী আঞ্চলিক প্রচারণা ও সেমিনার শুরু হয়েছে। সোমবার শহরের শহীদ টিটু মিলনায়তনে এ সেমিনারের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। বগুড়া পৌরসভার আয়োজনে এ অনুষ্ঠানে জেলার ১১টি পৌরসভার ৬০ জন কর্মকর্তা ও স্থানীয় শীর্ষ ব্যবসায়ীরা অংশ নেন। অনুষ্ঠানে সহযোগিতা করে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প-প্রবৃদ্ধি (পিআরএবিআরআইডিডিএইচআই) যা অর্থায়ন করছে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকার। বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ।
সেমিনারে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়, বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, সুইসকন্ট্যাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের সিনিয়র অ্যাডভাইজার রোকন উদ্দিন আহমেদ, বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ প্রমুখ।