বিস্ফোরক দ্রব্য (অ্যামালসন এক্সপ্লোসিভ) সংকটে দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির উৎপাদন বন্ধ হয়ে গেছে। এদিকে, বিক্রি কমায় দেশের একমাত্র পাথর খনিতে মজুত বেড়েছে। আন্তর্জাতিকমানের এবং দাম কম হওয়া সত্ত্বেও এ খনির পাথর বিক্রি কমেছে।
খনি সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে বিস্ফোরক দ্রব্যের অভাবে পাথর উত্তোলন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) উৎপাদন বন্ধ করে দেয়। সেই সঙ্গে খনির উন্নয়ন কার্যক্রমও বন্ধ হয়ে যায়। পাথর উৎপাদন ও খনি উন্নয়নকাজে অতি প্রয়োজনীয় বিস্ফোরক মধ্যপড়া গ্রানাইট মাইনিং কোম্পানি কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে চাহিদা মতো সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় এ অবস্থা। জানা গেছে, দেশে পাথরের চাহিদার বেশিরভাগ আমদানি হয় বিভিন্ন দেশ থেকে।
এমজিএমসিএল এমডি প্রকৌশলী ডি.এম. জোবাইয়ের হোসেন জানান, ২/১দিনের মধ্যে উৎপাদন শুরু হবে। প্রয়োজনীয় বিস্ফোরক বন্দরে এসে গেছে। খালাস হয়ে আসা মাত্র পাথর উত্তোলন শুরু হবে।