নড়াইলে ক্লিনিকে অপারেশন থিয়েটারে রোগীর সঙ্গে টিকটক ভিডিও করেন প্রিয়া নামে এক নার্স। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। লোহাগড়া উপজেলার জয়পুর মোড়ে প্রত্যাশা ক্লিনিকে এ ঘটনা ঘটে। গতকাল লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত অপারেশন থিয়েটার সিলগালা করার নির্দেশ দেন। প্রত্যাশা ক্লিনিকের নার্স প্রিয়া অপারেশন থিয়েটারে অচেতন ও মুমূর্ষু রোগীদের নিয়ে ‘টিকটক’ ভিডিও করে আপলোড করে আসছিলেন। বুধবার রাতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে সমালোচনা শুরু হয়। এ বিষয়ে নার্স প্রিয়া ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান। ক্লিনিক মালিক সেলিমও ভুল স্বীকার করেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, অপারেশন থিয়েটারের কোনো কর্মকাণ্ড প্রকাশ আইনত অপরাধ। রোগীকে অপারেশন থিয়েটারের বেডে রেখে টিকটক করা গুরুতর অপরাধ। জেলা সিভিল সার্জনের নির্দেশে প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে।