হবিগঞ্জে তিনটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল জেলা সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালানো হয়। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, লাইসেন্স হালনাগাদ না থাকা, মানহীন রিপোটসহ নানা অসঙ্গতি থাকায় দ্য জাপান বাংলাদেশ হাসপাতালকে ২০ হাজার, দ্য স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার এবং দ্য অ্যাপোলো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।