মাগুরায় গান আবৃত্তিতে অনুষ্ঠিত হলো শরৎ উৎসব। আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল সন্ধ্যায় এ উৎসবের আয়োজন করে। উৎসবের প্রধান আকর্ষণ ছিল রাজশাহী থেকে আগত গানের দল পান্থজন। এ ছাড়া সংগীত পরিবেশন করে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ মাগুরা শাখা। আবৃত্তি পরিবেশন করে কণ্ঠবীথি ও কণ্ঠ কাকলীর সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খান রকিবুল হক দিপু, মোখলেছুর রহমান, মাহমুদ ফজল, রাশেদ খান, রিয়াজুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন মাজহারুল হক লিপু।