রংপুরে ভূমিহীন ২০টি পরিবারকে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল নগরীর শাপলা চত্বর এলাকায় এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে শাপলা চত্বর এলাকায় সরকারি ৫১ শতক জমিতে বসবাস করে আসছে ২০ হিন্দু-মুসলিম ভূমিহীন পরিবার। এখানকার বাসিন্দারা দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন।