ঢাকার দোহারের কুতুবপুর এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী জয়গন বেগমকে (৪৭) ছুরিকাঘাত করেন আইয়ুব আলী হাওলাদার (৫২)। খবর পেয়ে তার ছেলে সাগর এসে একই ছুরি দিয়ে বাবাকে আঘাত করলে গুরুতর আহত হন আইয়ুব আলী। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জয়গনকে মৃত ঘোষণা করেন। পরে আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হলে পথে তিনিও মারা যান। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আইয়ুব আলীর দ্বিতীয় স্ত্রী জয়গনের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপুরে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আইয়ুব আলী কীটনাশক পান করে স্ত্রীকে ছুরিকাঘাত করেন। এ সময় মাকে রক্তাক্ত অবস্থায় দেখে ছেলে সাগর ক্ষিপ্ত হয়ে বাবাকেও আঘাত করেন। দোহার থানার ওসি হাসান আলী বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দিনাজপুর : দিনাজপুরের হাকিমপুরে ছেলের লাঠির আঘাতে নুরবানু বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আবদুল ওয়াজেদকে (২৩) আটক করেছে পুলিশ। বুধবার বিকালে পালশা গ্রামে এ ঘটনা ঘটে। নুরবানু ওই গ্রামের আলম সরকারের স্ত্রী। স্থানীয়রা জানান, ওয়াজেদ মানসিক ভারসাম্যহীন। বুধবার সকালে মায়ের কাছে টাকা চান ওয়াজেদ। না দেওয়ায় বিকালে মায়ের সঙ্গে বাগবিতণ্ডা হয় তার। একপর্যায়ে ওয়াজেদ লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। স্থানীয়রা নুরবানুকে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় রেফার্ড করলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। হাকিমপুর থানার ওসি নাজমুল হক বলেন, ছেলেটিকে আটক করা হয়েছে।
নওগাঁ : মান্দা উপজেলার হলুদঘর পশ্চিমপাড়া গ্রামে রাস্তার পাশ থেকে পাখি বেগম (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পাখি ভারশোঁ গ্রামের লবির উদ্দিনের মেয়ে। ওসি মনসুর রহমান বলেন, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।