কুড়িগ্রামে এক কৃষক দম্পতিসহ যশোর, রাজশাহী, রংপুর, নোয়াখালী ও গোপালগঞ্জে বজ্রপাতে আটজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা। কুড়িগ্রাম : উলিপুর উপজেলায় বজ্রপাতে কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার সাহেবের আলগা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ওই কৃষক দম্পতি ঘরেই অবস্থান করছিলেন বলে জানান স্থানীয়রা। তবে ঘরটির পাশের কক্ষে থাকা তাদের তিন সন্তানের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি নিশ্চিত করেন সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন।
যশোর : সদর উপজেলায় মাছের ঘেরে কাজের সময় হাকিম সরদার নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। গতকাল সকালে বসুন্দিয়া ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। হাকিম সরদার ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এদিকে একই সময়ে কেশবপুর উপজেলার সাগরদত্তকাটি গ্রামে মাছের ঘেরে কাজের সময় শামিম হোসেন (২৫) নামে এক যুবক নিহত হন। তিনি বেলকাটি গ্রামের আবু সাঈদ সরদারের ছেলে। সকালে বজ্রপাতে আহত হওয়ার পর শামীমকে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। রাজশাহী : বাগমারায় গতকাল সকালে খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ফজেল আলী (৩৯) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামের হোসেন আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, ফজেল আলী বাড়ির পাশের খালে মাছ ধরতে গেলে বজ্রাঘাতে মারা যান। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, শুনেছি পরিবারের সদস্যরা লাশ দাফন করছেন। রংপুর : পীরগঞ্জ উপজেলায় জ্যোতিডাঙ্গা বিলে গতকাল সকালে মাছ ধরার সময় বজ্রপাতে মিজানুর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হন। তিনি উপজেলার কেশবপুর গ্রামের জলিল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া। গোপালগঞ্জ : কোটালীপাড়ায় লখন্ডা গ্রামে মঙ্গলবার রাতে বজ্রপাতে সমীর বাড়ৈ (৩৫) নামে এক জেলে মারা গেছেন। তিনি ওই গ্রামের সাধন বাড়ৈয়ের ছেলে। জানা গেছে, রাতে সমীর বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হন। সকালে বিলের পাশ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নোয়াখালী : সদর উপজেলার পূর্ব চরমটুয়া গ্রামে মঙ্গলবার মধ্যরাতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সাঈদ (২৯) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, রাতে বাড়ির পাশে ধান খেতে মাছ ধরতে গেলে বজ্রপাতে সাঈদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ওসি।