লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে মজুত ও বিক্রিকালে ২ হাজার বস্তা রাসয়নিক সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই বিক্রেতাকে ২০ হাজার করে টাকা জরিমানা করা হয়। শনিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের নিয়ে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উত্তম কুমার দাশ বলেন, এসব সার পাটগ্রাম উপজেলার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।