বগুড়া পৌরসভা থেকে বর্জ্য অপসারণ সংক্রান্ত ও ঠিকাদারি দর বিজ্ঞপ্তি এবং টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শহরের সাতমাথায় বগুড়া পৌরসভা শ্রমিক ইউনিয়ন ও জেলা হরিজন শ্রমিক ইউনিয়ন যৌথ কমিটির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তব্য দেন যৌথ কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ পেস্তা, সদস্য সচিব আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী দিপক রাম, সজল কুমার নিপু, নয়ন হরিজন, আবদুর রউফ, নিরোদ হরিজন, টুটুল, শাফীদুল হক আখের, সোহরাব হোসেন সৌরভ, সুধির হরিজন, জাফরুল ইসলাম, স্বপন হরিজনসহ প্রমুখ। তারা বগুড়া পৌরসভা থেকে বর্জ্য অপসারণ সংক্রান্ত ও ঠিকাদারি দর বিজ্ঞপ্তি এবং টেন্ডার বাতিলের দাবি জানান।