কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে বাড়ছে অস্থিরতা। কোনোভাবেই থামছে না খুন, অপহরণসহ নানান অপরাধ। ক্যাম্পের বাসিন্দারা বলছেন, আধিপত্য বিস্তারের জেরে এসব হত্যাকাণ্ড ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ক্যাম্পে বেশকিছু গ্রুপ মাদক কারবার, চাঁদাবাজি ও অপহরণসহ অপরাধ নিয়ন্ত্রণ করছে। এতে বেড়েছে প্রাণহানি আর সংঘাত। গত আট বছরে উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরে ২৯০টি খুনের মামলা হয়েছে। এ সময় ধর্ষণ, গুম, মাদক, ডাকাতিসহ মোট মামলা হয়েছে ৪ হাজার ৫৩টি। রোহিঙ্গা নেতারা জানিয়েছেন সাম্প্রতিক সময়ে ক্যাম্পে খুনাখুনি কমেছে। তবে আগের তুলনায় বেড়েছে অপহরণ ও মাদক পাচার। জেলা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের প্রথম আট মাসে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ১০ ধরনের অপরাধের বিপরীতে ২৫০টি মামলা হয়েছে। যেখানে খুনের মামলা ১৮টি। সবচেয়ে বেশি মামলা হয়েছে মাদক ও অপহরণের। মাদকের ১৫০, অপহরণের ৫০ ও ধর্ষণের মামলা রয়েছে ১২টি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, আগে টেকনাফের নোয়াপাড়া ও উখিয়ার কুতুপালংয়ে শরণার্থী শিবির থাকলেও এখন কক্সবাজার সদর, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, রামু, উখিয়ার কুতুপালং ও বালুখালি, টেকনাফের লেদা ও পেকুয়া; অর্থাৎ সবকটি উপজেলায় রোহিঙ্গারা ছড়িয়ে পড়েছে। কক্সবাজার জেলা পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন বলেন, রোহিঙ্গারা সহজেই অপরাধে জড়িয়ে পড়ছে। সম্প্রতি জেলার ১০টি মামলা নিবিড়ভাবে তদন্ত করতে গিয়ে দেখা গেছে এ ঘটনায় শতকরা ৬৪ ভাগ রোহিঙ্গা দায়ী। রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে বের হচ্ছে, বাসাভাড়া নিচ্ছে, বিয়ে করছে। ক্যাম্পের বাইরে তাদের পাওয়া গেলে কোন আইনে ব্যবস্থা নেওয়া হবে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখা নেই। অতিরিক্ত রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার-আরআরআরসি (যুগ্ম সচিব) শামছু-দ্দৌজা বলেন, রোহিঙ্গা ক্যাম্পে তিনটি এপিবিএন কাজ করছে। রোহিঙ্গারা যাতে অপরাধে না জড়ায় সে জন্য ধর্মীয় নেতা, মাঝি ও যুবসমাজকে সম্পৃক্ত করে কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাখাইন রাজ্যে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর বর্বর গণহত্যা চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। ওই বছরের ২৫ আগস্ট থেকে দলে দলে রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে ঢোকে পড়ে। ১৫ লাখের বেশি রোহিঙ্গা নিয়ে এখন আর্থসামাজিক চাপে রয়েছে বাংলাদেশ।
শিরোনাম
- আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন কমলা হ্যারিস
- ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার কোটি টাকা
- সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ : ইসি সচিব
- অবশেষে চীন-ভারত সরাসরি ফ্লাইট চালু
- মালয়েশিয়ায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ
- সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার
- শ্রীলঙ্কার দুই বিমানবালাকে মারধরের অভিযোগে সৌদি যুবক গ্রেফতার
- অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের নতুন দুই ভ্যারিয়েন্ট উন্মোচন
- যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে : মাসুদ সাঈদী
- যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার নতুন বাণিজ্যচুক্তি সই
- আবারও পাকিস্তান প্রধানমন্ত্রী-সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
- নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল
- বাগেরহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
- বাকসু নির্বাচনের দাবিতে অনশনে এক শিক্ষার্থী
- গৃহশিক্ষকসহ স্কুলছাত্রকে এসিড নিক্ষেপ: দুই যুবকের যাবজ্জীবন
- ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়ন হবে না : জোনায়েদ সাকি
- সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ বনদস্যু বাহিনীর প্রধান আটক
- বগুড়ায় পৌর কর্মচারীদের মানববন্ধন
- ইরাকে তেলের খনিতে অগ্নিকাণ্ডে নিহত ২
রোহিঙ্গা ক্যাম্প
কিছুতেই থামছে না অপরাধ
আট বছরে ২৯০টি খুনসহ ৪ হাজার ৫৩টি মামলা
হাসানুর রশীদ, কক্সবাজার
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর