ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনায় দিনাজপুরে উদ্যাপন হয়েছে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সূর্যপূজা। স্বামী, সন্তান ও সংসারের মঙ্গলের জন্য সূর্য দেবতার কৃপালাভের আশায় এ পূজা আয়োজন করা হয়, বলছেন পূণ্যার্থীরা। সূর্যপূজাকে স্থানীয়ভাবে বলা হয় ছটপূজা। প্রতি বছর কালীপূজার পর শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে দিনাজপুরের পুনর্ভবা নদীর তীরে দুই দিনব্যাপী এ পূজা উদ্যাপন করা হয়। সোমবার বিকালে পুনর্ভবা নদীর তীরে সূর্যপূজা শুরু হয়। গতকাল সকালে তা শেষ হয়েছে। সূর্যপূজাকে কেন্দ্র করে পুনর্ভবা নদীর তীরে এ আয়োজন হিন্দু ধর্মালম্বী নারী ও পুরুষের মিলনমেলায় পরিণত হয়।