কাগজে কলমে বগুড়ার শেরপুর পৌরসভায় বাস-ট্রাক ও অটোরিকশার কেন্দ্রীয় টার্মিনাল থাকলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। তবুও পৌর কর্তৃপক্ষ টার্মিনাল ইজারা দিতে দরপত্র আহ্বান করেছে। এর মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পৌর কর্তৃপক্ষের দাবি শহরের ধুনটমোড়ে নিজস্ব জায়গায় টার্মিনাল রয়েছে। সেটি প্রতি বছর ইজারা দেন। তবে বাস্তব চিত্র ভিন্ন। শেরপুর বাস-মিনিবাস মালিক সমিতির নেতা সেলিম রেজা জানান, পৌরসভায় প্রকৃতপক্ষে কোনো টার্মিনাল নেই। তারা ব্যক্তিমালিকার স্থান জায়গা টার্মিনাল হিসেবে ভাড়া নিয়ে বাস-ট্রাক রাখেন। মহাসড়কের পাশেও রাখা হয় যানবাহন। তবুও পৌর কর্তৃপক্ষ টার্মিনাল ইজারার নামে মহাসড়ক থেকে প্রতিটি গাড়ির বিপরীতে টোল আদায় করছে। এটা এক ধরনের চাঁদাবাজি। একাধিক পরিবহন মালিক অভিযোগ করেন, ইজারাদারের লোকজন জোর করে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের ওপর থেকে প্রতিদিন টোল আদায় করেন। এতে ব্যস্ততম ধুনট মোড়ে যানজট সৃষ্টি হয়। এরপরও বন্ধ হয় না ইজারার নামে টোল আদায়। অথচ স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে টার্মিনাল ছাড়া কোনো সড়ক বা মহাসড়ক থেকে টোল উত্তোলন না করার নির্দেশনা রয়েছে। শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শামিম জানান, দীর্ঘদিন ধরে এভাবেই পৌরসভার বিভিন্ন টার্মিনাল ইজারা হয়ে থাকে। এবারো ২০২৬ সালের জন্য দরপত্র আহ্বান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি। ইউএনও ও শেরপুর পৌর প্রশাসক মনজুরুল আলম জানান, আমি এখানে নতুন যোগদান করেছি। অনেক কিছুই এখনো অজানা। কেউ অবৈধভাবে ইজারার নামে টাকা আদায় করলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ভুক্তভোগীদের অভিযোগ, মহাসড়ক এলাকায় পরিবহন থেকে টাকা তোলা বন্ধের নির্দেশ থাকলেও পৌর কর্তৃপক্ষের ইজারার মাধ্যমে অবৈধ টাকা আদায়ের বৈধতা পাচ্ছেন ইজারাদাররা।
শিরোনাম
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন
- কদাকার বিষোদ্গার : ছাড় নেই সেনাবাহিনীরও
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি?
- বাতিল হতে যাচ্ছে ১২৭ ‘জুলাই যোদ্ধার’ গেজেট
- ৪ হাজার কোটি টাকার মিল হাতিয়ে নেন পানির দরে
- হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টসের বিরুদ্ধে বিপুল কর ফাঁকির অভিযোগ
- মেলিসায় বিপর্যস্ত জ্যামাইকা, ক্যারিবীয় অঞ্চলে নিহত ৭
- ভারতে আঘাত হানলো ঘূর্ণিঝড় মোন্থা
- রেকর্ড ২৭১ দিন শূকরের কিডনি নিয়ে বেঁচে ছিলেন অ্যান্ড্রুজ
- চ্যাটজিপিটিতে ব্যবহার করা যাবে জনপ্রিয় একাধিক অ্যাপ
- জার্মানিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- মাদুরোকে ধরার গুপ্তচর নাটক: পাইলটকে প্রলুব্ধ করে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র
- বিপর্যয় পেরিয়ে ইতিহাস: আবারও শীর্ষে অ্যাপল
- হাসপাতালে ভর্তি হাসান মাসুদ
- সময় চেয়ে ৪ মাসেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি বিজিএমইএ সভাপতি
- জলবায়ু সম্মেলনের আগে রক্তাক্ত রিও, নিহত ২০
- গাজায় নতুন হামলার নির্দেশ নেতানিয়াহুর
- চসিকের চারজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট গ্রহণের শুনানি পেছাল
- রাজধানীতে যুবককে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাই
- হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় ২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে : রিজভী
টার্মিনাল নেই, তবুও ইজারা-টোল আদায়
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর