নাটোরের গুরুদাসপুরে একাধিক মামলার আসামি মিলন প্রামাণিকের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নাজিরপুর ব্রিজের পাশে নন্দকুজা নদীতে ভাসমান অবস্থায় গতকাল তার লাশ পাওয়া যায়। মিলন উপজেলার দৌলতপুর গ্রামের খেজের প্রামাণিকের ছেলে। এলাকাবাসীর ধারণা তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। ওসি দুলাল হোসেন জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।