নাটোরের বড়াইগ্রাম উপজেলার উপলশহরের ধলার বিলে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যক্তি মালিকানা জমিতে জোরপূর্বক খাল খননের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। গতকাল উপলশহরে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে ধলার বিল স্বার্থ রক্ষা কমিটির সভাপতি বিরাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী, স্কুলশিক্ষক খবির উদ্দিন, কৃষক আজাদুল বারী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, উপলশহর হরিবিদি তলায় পুকুর খনন এবং পুরাতন খালের মুখে বসানো রিং ভেঙে রাস্তা তৈরির মাধ্যমে বিলের পানি বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। রাস্তায় একটি কালভার্ট স্থাপনসহ পুকুরের পাশ দিয়ে সরু নালা বা পাইপ বসিয়ে দিলে পানি নেমে চলে যাবে। কিন্তু তা না করে ব্যক্তি মালিকানা জমি দিয়ে খাল খননের উদ্যোগ নিয়েছে বিএডিসি।