গাইবান্ধায় পৃথক অভিযানে ১৫ কেজি গাঁজা ও তিন গ্রাম হেরোইন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় উজ্জল মিয়া (৪৫) নামে গাঁজা কারবারি পালিয়ে গেলেও হেরোইনসহ মনি বেগম (৪২) নামে এক নারীকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ। এর আগে সকালে সাদুল্লাপুরের মীরপুর বাজার এলাকা থেকে মনি বেগমকে আটক ও মিস্ত্রিপাড়া এলাকা থেকে গাঁজা উদ্ধার করা হয়। মনি বেগম সাদুল্লাপুর উপজেলার মীরপুর বাজার এলাকার শফিকুল ইসলাম ঠান্ডার স্ত্রী ও পলাতক উজ্জল মিয়া সদর উপজেলার ব্রিজ রোডের মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা। গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ বলেন, অভিযানের সময় মাদক কারবারি উজ্জল মিয়া পালিয়ে যায়।