কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া নদীর ওপর সেতু না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এর দুই পারের হাজার হাজার মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াতে নানান ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে। সে সময় কেউ ছোট ডিঙি নৌকায়, আর কেউ পার হয় কলা গাছের ভেলায়। এতে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে। পানি কমে গেলে স্থানীয়রা বাঁশের সাঁকো নির্মাণ করে নদী পারাপার হন। এখান দিয়ে প্রতিদিন ২ থেকে ৩ হাজার মানুষ চলাচল করেন। বর্ষায় নৌকা আর পানি কমলে সাঁকোই শেষ ভরসা এ এলাকাবাসীর।
স্থানীয়রা জানান, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকার করিমের ঘাটে বারোমাসিয়া নদীর ওপর ২০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোটির নাজুক অবস্থা দীর্ঘ দিনের। গত বন্যায় নদীর পানির স্রোত ও কচুরিপানা জমে পুরোনো সাঁকোটি ভেঙে যায়। এটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে নদীর দুই পারের মানুষ চলাচল করেন বাধ্য হয়ে। ভারী বস্তা বা পণ্যসামগ্রী পারাপারে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। এ সাঁকোর ওপর দিয়ে বিদ্যালয়, কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা চলাচল করে। বিশেষ করে নারী ও কন্যাশিশু শিক্ষার্থীরা অনেক কষ্টে পারাপার হয়। ফলে প্রতিনিয়তই ঘটে দুর্ঘটনা। স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের পার হতে দীর্ঘ সময় লেগে যায়। সরেজমিন দেখা গেছে, বারোমাসিয়া নদীর ওপর বাঁশের সাঁকোটির নাজুক অবস্থা। এ সাঁকোর বিভিন্ন অংশে ভেঙে যাওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দুই যুগ ধরে স্থানীয়রা সেতু নির্মাণের দাবি জানালেও তা বাস্তবায়ন হয়নি। গত বন্যায় সাঁকোটি ভেঙে যায়। এরপর থেকে এখানকার মানুষ পড়েন বিপাকে। সাঁকো নির্মাণে জনপ্রতিনিধিরা এগিয়ে না আসায় স্থানীয়রা বাধ্য হয়ে শুরু করেন কাজ।
স্বেচ্ছাসেবী নবিউল ইসলাম, ওবায়দুল হক ও রাজু আহমেদ জানান, সাঁকো ভেঙে যাওয়ায় আমরা বেশ কিছুদিন ধরে ভোগান্তি পোহাচ্ছি। অনেক ভয়ে ভয়ে সেতু পার হতে হয়। মনে হয় এই বুঝি সেতু ভেঙে যায়। কেউ কেউ নদী সাঁতরেও পার হচ্ছিলেন। বাধ্য হয়ে বাড়ি বাড়ি গিয়ে বাঁশ সংগ্রহ করে সাঁকো নির্মাণ শুরু করি। স্থানীয় মৎস্য ব্যবসায়ী আতাউর রহমান রতন জানান, সাঁকোটির দৈর্ঘ্য প্রায় ২ শ ফুট। এই সাঁকো দিয়ে প্রতিদিন ২ থেকে ৩ হাজার মানুষ চলাচল করেন। নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান হাছেন আলী বলেন, প্রতিবারেই এলাকাবাসী সাঁকো নির্মাণ করেন। সরকারি বরাদ্দের বিষয়ে ইউএনওকে অনুরোধ করা হবে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        