বিএনপি ঘোষিত সিরাজগঞ্জ-৪, জামালপুর-২, ব্রাহ্মণবাড়িয়া-১ ও নোয়াখালী-৫ আসনে প্রার্থী পরিবর্তন দাবিতে গতকাল বিক্ষোভ, সমাবেশ, কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
সিরাজগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনে বিএনপি ঘোষিত প্রার্থী এম. আকবর আলীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। আবদুর রাজ্জাক, নিক্স কুমার বক্তব্য দেন। জামালপুর : জামালপুর-২ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন পরিবর্তনের দাবিতে গতকাল বটতলা এলাকায় কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী মো. আবদুল হান্নানের মনোনয়ন পরিবর্তনের দাবিতে গতকাল বিক্ষোভ সমাবেশ ও মহাসড়কে ১৩ কিলোমিটার জুড়ে মানববন্ধন করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। বক্তারা ওই আসনে অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনকে প্রার্থী ঘোষণার দাবি জানান। নোয়াখালী : নোয়াখালী ৫ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে গতকাল কবিরহাট বাজারে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা।
পুনর্বিবেচনার জন্য চিঠি
চট্টগ্রাম : চট্টগ্রাম-১ আসনে বিএনপির দেওয়া প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। গতকাল দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তারা এ চিঠি দেন। বিএনপি নেতা নুরুল আমিন বলেন, ‘চট্টগ্রাম-১ আসনে মনোনয়ন দেওয়া প্রার্থীর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। আশা করছি, তৃণমূলের গণদাবি মূল্যায়ন করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।’
জানা যায়, সম্প্রতি বিএনপির প্রার্থী হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলামের নাম ঘোষণা করা হয়। পরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদের অনুসারীরা মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে আসপ্রণ। এর ধারাবাহিকতায় গতকাল আবেদকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে তার অনুসারীরা উপজেলা কবিরহাট সরকারি কলেজের সামনের সড়কে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেন।