বগুড়ায় পুলিশ পাহারায় এসএসসি পরীক্ষায় অংশ নিলো এক স্কুলছাত্রী। বখাটেদের ভয়ে থানায় মামলা করার পর বগুড়া সদর থানা থেকে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সে বিশেষ নিরাপত্তায় বগুড়া শহরের গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। মামলা দায়েরের পর পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, বগুড়া সদর উপজেলার গোকুল মধ্যপাড়ার ট্রাক চালক জিন্নাহ মিয়ার এসএসসি পরীক্ষার্থী মেয়ে এবং তার ভাগ্নি পাশের বাড়ির মুদি দোকানি বাবলু মিয়ার সপ্তম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে স্কুল যাওয়া আসার পথে টিজিং করতো একই এলাকার বখাটে হিসবে পরিচিত আতিকুর রহমান ওরফে আকুল এবং রাব্বি মিয়া।
জিন্নাহ’র মেয়েকে জোর করে বিয়ে করতে চায় আকুল, আর বাবলুর মেয়েকে বিয়ে করতে চায় রাব্বি। বিয়ে দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা গত ৯ জানুয়ারি ওই দুই শিক্ষার্থীদের তুলে আনতে যায়। ব্যর্থ হয়ে পরের দিন ১৫-২০ জন সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা করে। বাড়ির বিভিন্নস্থানে হামলা চালিয়ে ভাংচুর ও খড়ের গাদায় আগুন দিয়ে গোয়াল থেকে গরু বের করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে যায়।
এ ঘটনায় দুটি পরিবারের লোকজন ও দুই শিক্ষার্থী অন্যত্র চলে যায়। বিষয়টি জানাজানি হলে বগুড়ার পুলিশ সুপার তাদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করে। পরে রাতেই ট্রাক চালক জিন্নাহ’র ভাই আব্দুস সালাম বাদী হয়ে আকুল ও রাব্বিসহ ৮জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ এলাকায় অভিযান চালিয়ে রনি, সনি, জয় এবং আকুলের বড় বোন সোহাগীকে গ্রেফতার করে।
এরপর জিন্নাহ’র মেয়ে সোমবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। কড়া পুলিশী নিরাপত্তায় সে গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। তার পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের পুরো নিরাপত্তা দিচ্ছে পুলিশ। এছাড়াও জিন্নাহ’র বাড়ির আশে পাশে পুলিশ টহল দিচ্ছে।
বগুড়ার সিনিয়ার সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জানান, ওই এসএসসি পরীক্ষার্থী সোমবার পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। তার পরিবারের নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। ঘটনায় একটি মামলাও হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন