বাগেরহাটের মোরেলগঞ্জে '৭১ সালের এক 'শহীদ'সহ আওয়ামী লীগের তিন সদস্যকে পিচ কমিটির সদস্য বানানোর চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার বিকেল ৩টায় কাকড়াতলী বাজারে প্রতিবাদ সভা করেছে জিউধরা ইউনিয়ন আওয়ামী লীগ।
সভায় বক্তারা বলেন, আকুবালী শাহ্ ১৯৭১সালে বাগেরহাটের রজ্জব আলী বাহিনীর হাতে শ্রীধাম লক্ষীখালীতে গণহত্যায় প্রান হারান। সত্যজিৎ রায় মজুমদারের লেখা 'শ্রীধাম লক্ষীখালী গণহত্যা' শিরোনামের বইটির শহীদ তালিকায় তার নাম রয়েছে। সম্প্রতি শহীদ আকুবালী শাহ্, তার ভাই মৃত আকবর আলী শাহ্ ও সোমাদ্দারখালী গ্রামের খান বেলায়েত হোসেনকে পিচ কমিটির সদস্য উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিরা রাতের আঁধারে একটি বিলবোর্ড স্থাপন করে। '৭১সালে হিন্দুদের জানমাল বাঁচাতে গিয়ে যারা শহীদ হয়েছেন এবং স্বাধীনতার পক্ষে কাজ করেছেন তাদেরকে একটি মহল পিচ কমিটির সদস্য বলে প্রচার করছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি চেয়ারম্যান খান হাবিবুর রহমানকে এ সবের জন্য দায়ী করছেন আওয়ামী লীগের নেতারা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হাবিবুর রহমান ও তার লোকজন এসব অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।
যদিও বিলবোর্ডটি পাওয়া যায়নি। বিলবোর্ড়ের ওই লেখার প্রতিবাদে আজ কাকড়াতলী বাজারে এ প্রতিবাদ সভা ডাকে ইউনিয়ন আওয়ামী লীগ। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মৃধা। সভায় বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. তরুণ কান্তি মিন্ত্রী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা মাষ্টার নজরুল ইসলাম, আফজাল হোসেন মাসুম, মান্নান হাওলাদার, আশা রানী মন্ডল, শিমুল কান্তি মিস্ত্রী, রনজিত ঘরামী, আদুরী আক্তার পূর্ণীমা প্রমূখ।
বিডি-প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ