ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাটারিচালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে মেরিনা নকরেক (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার দশরাপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ.হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মেরিনা ধারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিল। এ সময় দশরাপাড় এলাকায় অটো রিকশার চাকায় তার ওড়না পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন