বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষককে কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার পাতারহাট ইসলামিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই দুই শিক্ষক হলেন, উপজেলার আসমানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মৌলভী সুলতান আহম্মেদ ও গোয়ালভার মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. অলিউদ্দিন।
কেন্দ্র সুপার মাওলানা মো. জহির জানান, অভিযুক্ত দুই শিক্ষক ১ নম্বর কক্ষের পরীক্ষার্থীদের মধ্যে একই সেটের প্রশ্নপত্র বিতরণ করেন, যা নিয়ম বহির্ভূত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজিম-উর রহমান কেন্দ্র পরিদর্শনকালে এই অনিয়ম ধরা পড়ে। ইউএনও তাৎক্ষনিক দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুই শিক্ষককে তাৎক্ষনিক পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি নতুন দুই শিক্ষককে পরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ