বরিশাল শিক্ষাবোর্ডের অধীন এসএসসি পরীক্ষার প্রথম দিন সোমবার বাংলা প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল আড়াইশ' পরীক্ষার্থী। এর মধ্যে ভোলায় ১০ হাজার ১৬৬ জনের মধ্যে অনুপস্থিত ছিল ৬২ জন, বরগুনায় ৭ হাজার ৯৩৮ জনের মধ্যে ৩৩ জন, পটুয়াখালীতে ১২ হাজার ৮১৪ জনের মধ্যে ৩৭ জন, পিরোজপুরে ৯ হাজার ৭৫২ জনের মধ্যে ২২ জন, ঝালকাঠীতে ৬ হাজার ৯৭৬ জনের মধ্যে ২৫ জন এবং বরিশাল জেলায় ২৫ হাজার ৭৪০ জনের মধ্যে অনুপস্থিত ছিল ৭১ জন। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মু. শাহ আলমগীর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ