ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের ভাঙ্গামনি এলাকায় পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে ডাঙ্গীপাড়া ও ভাঙ্গামনি এলাকায় ৩.৭৫ কিঃমি পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ দবিরুল ইসলাম এমপি’র ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজারুল ইসলাম সুজন।
এ সময় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুতের পীরগঞ্জ জোনাল অফিসের এজিএম জোবায়ের রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির হরিপুর উপজেলা পরিচালক খুরশেদ আলম সরকার, রানীশংকৈল উপজেলার পরিচালক নাসির উদ্দীন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিচালক আজাহার হোসেন, হরিপুর মোসলেমউদ্দীন কলেজের অধ্যক্ষ ও উপজেলা আলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দুর রহমান ও আওয়ামী নেতা মনোয়ারুল ইসলাম রিপন প্রমূখ।
উল্লেখ্য, ডাঙ্গীপাড়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া ও ভাঙ্গামনি এলাকায় ২৫০টি পরিবার পল্লী বিদ্যুতায়নের সুবিধা গ্রহণ করবেন।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন