শনিবার রাতে মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্তে বিজিবি’র উপর হামলার অভিযোগে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অর্ধশত লোকের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে (যার নং-১৫(১)১৬)।
সোমবার বিকালে জলুলী ক্যাম্পের সুবেদার শিশির কুমার চক্রবত্রী বাদী হয়ে মামলাটি করেন। তবে এঘটনায় সীমান্ত এলাকার সাধারন মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতংকের সৃষ্টি হয়েছে।
বিজিবি ও থানা সূত্রে জানা গেছে, এজাহারে সরকারী কাজের বাধা প্রদান, অবৈধ চোরাচালান ও বিজিবির ক্যাম্পে হামলার অভিযোগ আনা হয়েছে। মামলায় সাবেক মেম্বার মহি উদ্দিনকে ১নং আসামী করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ জানান, আসামীদের আটকের চেষ্টা চলছে।
যাদবপুর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, ঘটনাটি ঘটার পর স্থানীয় সংসদ সদস্য নবী নেওয়াজ, যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান, মহেশপুর থানার ওসি শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সমঝোতা বৈঠক করা হয়। কিন্তু বিজিবি উল্টো গ্রামবাসীর নামে মামলা দায়ের করলো।
উল্লেখ্য শনিবার রাত ৭টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা-বটতলা নামকস্থানে জলুলী সীমান্তে বর্ডার গার্ডের গুলিতে এক গ্রামবাসী নিহত ও ৩ জন গুলিবিদ্ধ হয়।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন