নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মপুর গ্রামের হাজি ইদ্রিস বাজার এলাকায় বনদস্যু নেব্যাচোরা বাহিনীর হামলায় নারী ও শিশুসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে। এ সময় সশস্ত্র সন্ত্রীরা বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালায়। আহতদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।
আজ সোমবার বিকেলে এঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বনদস্যু নেব্যা চোরা বাহিনী প্রধান নবী ওরফে নোব্যা চোরা গত কয়েক দিন থেকে হাজি ইদ্রিস বাজার এলাকার ধান ব্যবসায়ী হেলাল উদ্দিনের বসত বাড়ি দখলের চেষ্টা করে। সোমবার বিকেলে নবী ও তার সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে হেলালের বাড়িঘরে হামলা চালায়। সন্ত্রাসীরা হেলাল উদ্দিন(৪০), তার স্ত্রী হোসনেআরা(২৭) ও তার ছেলে আরাফাতুর রহমানকে(৫) পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে। এ ব্যপারে মামলা দাযেরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত নেব্যা চোরা বিরুদ্ধে হত্যা, অপহরণ, দস্যুতা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন