নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো এক পরীক্ষার্থী।
নিহত মো. জুয়েল উদ্দিন (১৬) চরক্লার্ক গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে। সে চরক্লার্ক লর্ড লিওনার্ড ছেশায়ার উচ্চবিদ্যালয়ের বাণিজ্য শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, জুয়েল পরীক্ষা শেষে দুই বন্ধুসহ মোটরসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন। পথে কচ্ছপিয়া মার্কেট নামক স্থানে বিপরীত দিক হতে আসা অপর একটি মোটরসাইকেলর সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় জুয়েল ও তাঁর বন্ধু সালাউদ্দিন গুরুতর আহত হন। লোকজন তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তির পর জুয়েলের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন