সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর সংঘর্ষে এক ট্রাক শ্রমিক নিহতের প্রতিবাদে মঙ্গলবার সিরাজগঞ্জে সকাল-সন্ধা হরতাল ডেকেছে ট্রাক শ্রমিক ইউনিয়ন।
সোমবার দুপুর আড়াইটার দিকে প্রতিবাদ মিছিল থেকে এ হরতাল আহ্বান করা হয়।
সিরাজগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি ও মতি সাহেবের ঘাট মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাবু শেখ নামে এক ট্রাক শ্রমিক নিহত হন। এর প্রতিবাদে দুপুর আড়াইটার দিকে শহরে একটি প্রতিবাদ মিছিল বের করে ট্রাক শ্রমিক ইউনিয়ন। ওই মিছিল থেকে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন