সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বাসসহ ডাকাত সন্দেহে ৩০ জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শ্যামলীপাড়া এলাকা থেকে পুলিশ তাদের আটক করেন।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ জানান, সংঘবদ্ধ এই ডাকাতদল দীর্ঘদিন ধরে বাসে যাত্রী উঠিয়ে মহাসড়কের ফাঁকা স্থানে নিয়ে ডাকাতি করে। সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শ্যামলীপাড়া এলাকা থেকে যাত্রী উঠানোর সময় তাদের আটক করা হয়। বিভিন্ন সময় বিভিন্ন নাম ব্যবহার করে বাসটি মহাসড়কে চলাচল করত। বিভিন্ন নামের ৯টি বোর্ডও উদ্ধার করা হয়েছে। আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।
বিডি-প্রতিদিন/ ০৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন