নওগাঁর পত্নীতলা উপজেলার গোপিনগর গ্রামে অভিযান চালিয়ে একটি আগ্নেয় অস্তসহ রিনা খাতুন (২৮) নামে ১ নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ৮ টার দিকে তাকে আটক করা হয়।
আটক রিনা খাতুন গোপীনগর গ্রামের মুকুল হোসেনের স্ত্রী।
পত্নীতলা থানার ভারপ্রপ্ত কমর্কতার (ওসি) আজিম উদ্দিন জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোপিনগর গ্রামে অভিযান চালানো হলে মুকুলের বাড়িতে লুকিয়ে রাখা একটি বিদেশী তৈরী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও দুটি ম্যগজিন পাওয়া যায়। এসময় মুকুলের স্ত্রী রিনাকে আটক করা হয়। মুকুল পলাতক রয়েছে।
তিনি জানান, আটকের পর রিনাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ০৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন