পাবনার ফরিদপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম লিটন (৪০) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উপজেলার নেছড়াপাড়া এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। সাইফুল ইসলাম লিটন ফরিদপুর ইউরিয়নের সাভার গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঘটনার সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। তবে তিনি জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে পাবনা জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান।
বিডি-প্রতিদিন/ ০৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন