মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বালুবাহী কার্গোডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের মধ্যে বুধবার সন্ধ্যায় দুই কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
লাশ দুটি কার্গোমালিক মতিউর রহমানের ছেলে মাসুম রহমান ও কার্গোর কর্মচারী নাদেরের। তাদের বাড়ি দিনাজপুর জেলায়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, জেলার চর আব্দুল্লাপুর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় বালুবাহী কার্গোর তলা ফেটে ডুবে যায়। এ সময় কার্গোতে থাকা আটজনের মধ্যে পাঁচজন নিখোঁজ হন। নিখোঁজদের মধ্যে মতিউর রহমানের আরেক ছেলে মামুনুর রহমানও রয়েছেন।
কার্গোডুবির ঘটনায় কার্গোমালিক মতিউর রহমানের লাশ সোমবার উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন