নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বারে অগ্নিকাণ্ডে দুই স’মিলসহ ৪টি ফার্নিচারের দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার বেলাল হোসেন জানান, একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তেই অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে সৌখিন ফার্নিচার, মোহাম্মদিয়া ফার্নিচার, মুন্সীগঞ্জ ফার্নিচার, দেওয়ান ফার্নিচারের মালামাল পুড়ে গেছে। এছাড়া এ ঘটনায় দুইটি স’মিলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন