বরগুনার পাথরঘাটায় লালবড়ু নামে ৭০ বছরের এক বৃদ্ধাকে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে উপজেলার নয়ঘর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে গলা কেটে হত্যা করে। এসময় ঘরে থাকা বৃদ্ধার ছেলে ও পুত্রবধূর চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ছেলে ইউনুস জানায়, তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পাথরঘাটা থানার ওসি এসএম জিয়াউল হক জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের ব্যবস্থা করছি।
বিডি-প্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন