কক্সবাজারের টেকনাফ থেকে রোহিঙ্গা আরাকান মুজাহেদিন জামাতে ইসলামের সদস্য মো. সালাম (৪০)-কে ৮০ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)।
২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, বুধবার সন্ধায় ব্যাটেলিয়ানের লেন্স নায়ক মো. মুজাহারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া চেকপোস্টে কক্সবাজার থেকে টেকনাফগামী যাত্রীবাহী একটি বাস তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৮০ রাউন্ড শটগানের তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে সিমবিহীন একটি মোবাইল সেট, নগদ টাকা ও একটি উর্দূ ভাষায় লেখা কাগজ পাওয়া যায়।
বিজিবি অধিনায়ক আরও জানান, গ্রেফতারকৃত মো. সালাম নিজেকে মিয়ানমার রোহিঙ্গা আরাকান মুজাহেদিন জামাতে ইসলামের সদস্য বলে দাবি করেন। উদ্ধার শটগান গুলো রোহিঙ্গা আরাকান মুজাহেদিন জামাতে ইসলামের নেতা ইসমাইলের নির্দেশে মিয়ানমারে তার কাছে নিয়ে যিচ্ছিল। তিনি আরও জানান, কক্সবাজার পাহাড়তলী জনৈক কাদির নামক এক ব্যক্তির কাছ থেকে শটগানের গুলি নিয়ে আসছিলেন। সালামকে থানায় হস্তান্তর করে অবৈধ আগ্নেয়ান্ত্রে ও গুলি নিজ হেফাজতে রাখা এবং বৈদেশিক নাগরিক আইনে মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা