নাটোরে হেরোইন পাচারের দায়ে ফারুক হোসেন (৩২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মহিষবাথান গ্রামের আব্দুল মতিনের ছেলে।
নাটোর জজ কোটের সরকারি আইনজীবী সিরাজুল ইসলাম ও আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১২ সালের ১২ জুলাই নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বাসের সিটে বসে থাকা ফারুক হোসেনের ট্রাভেল ব্যাগে থেকে এক কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার ও তাকে আটক করা হয়। আটকের পর থেকে ফারুক কারাগারে আটক রয়েছেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
মামলার আসামি পক্ষের আইনজীবী দিনাই তাছরিন জানান, তার মক্কেল ন্যায় বিচার পাননি। তিনি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
বিডি-প্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা
বিডি-প্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি, ২০১৬/ / সালাহ উদ্দীন / রশিদা