‘মানসম্মত শিক্ষা জাতীর প্রতিজ্ঞা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালকিনি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যেদিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাবের সামনে থেকে র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও শাম্মী আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আমিনুল ইসলাম ও উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত।
বিডি-প্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা