বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬। শিক্ষা সপ্তাহের প্রথম দিন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও বিষয়ভিত্তিক আলোচনা সভা। সকাল সাড়ে ১০টায় পৌরসভাধীন প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষণি করে। পরে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, শিক্ষা কর্মকর্তা মো. বশিরুল আলম, ইউআরসি বাবলু রায় এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ ছাড়াও সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মো. ওমর ফারুক, প্রধান শিক্ষক আবুল বাসার, মো. বাবলু, হোসনেয়ারা বেগম হাসিসহ অনেক সরকারী কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা