পিরোজপুর জিয়ানগর বলিপাড়া সড়কের ভবানীপুর নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ও চারজন আহত হয়েছে।
নিহতের নাম ইলিয়াস তালুকদার (১৭)। সে বটতলা এলাকার ইউনুস তালুকদারের ছেলে।
পুলিশ ও প্রতক্ষদর্শী সুত্রে জানা গেছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা যাত্রী বাহী বাস (রাজশাহী ব-১৭৮৭) সকাল এগারোটার দিকে ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি যাত্রীবাহী অটোরিক্সাকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিক্সার চালকের পাশে থাকা ইলিয়াস তালুকদার ছিটকে রাস্তায় পরে যায়। এর পরেও বাসটি ইলিয়াসকে রাস্তার উপর চাপা দেয়। এত সে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে।
পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান, গুরুতর আহত সুলতান সিকদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুল হক জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন