বরিশাল নগরীর ভাটারখাল এলাকার বহুমুখী সিটি মার্কেট ঘেষা সড়কের পাশে টিনসেট ভবনের নিজ বাসা থেকে মো. ইকবাল হোসেন নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তার লাশ উদ্ধার করা হয়। ইকবাল ওই এলাকার ইউসুফ হোসেনের ছেলে এবং তিনি তার বাসার সামনে একটি ষ্টলে স্টেশনারী ব্যবসা করতেন।
মৃত ইকবাল হোসেনের ভাই শহিদ হোসেন জানান, গত ৩১ ডিসেম্বর ইকবালের সাথে তার শেষ দেখা হয়েছিল। পহেলা জানুয়ারী স্ত্রী ও ১ বছরের কন্যা সন্তানকে শ্বশুর বাড়ি রেখে আসে সে। ইকবাল বেশি ঘুমাতো, এ নিয়ে স্ত্রীর সাথে প্রায়ই তার ঝগড়া হতো।
সকালে স্থানীয়দের নিয়ে ভেতর থেকে আটকানো দরজা ভেঙ্গে ঘরে ঢুকে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালী মডেল থানার এসআই মো. সহিদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। লাশ উদ্ধারের সময় ইকবালের দেহ থেকে বিছিন্ন একটি কান এবং মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। তবে তাকে হত্যা করা হয়েছে না মাদক সেবনের কারনে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত নয়। ময়না তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন