ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কেছমতপুর ঘোড়াগাছা এলাকায় বৃহস্পতিবার দুপুরে আনোয়ার হোসেন আনু (৪০) নামে এক চরমপন্থী নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনোয়ার হোসেন একই উপজেলার ভালকি গ্রামের জবেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে এবং পূর্ব বাংলা কমিউনিস্ট (সর্বহারা) পার্টির সক্রিয় সদস্য ছিল বলে ওসি মাহাতাব উদ্দিন জানান।
বিডি-প্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা