জামালপুর সীমান্ত এলাকায় আটক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।
আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর ৩৫ বিজিবি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ৫৭৩৬ বোতল বিদেশী মদ, ৯৭৪ বোতল ফেন্সিডিলসহ বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা ধ্বংস করে।
এসব মাদকদ্রব্য বিভিন্ন সময় সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। মাদকদ্রব্য ধংসের সময় বিজিবি ডি-রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ফজলে কাদের আহমেদ, ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্নেল শাহরিয়ার রশিদ ও জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমদ তারিক কবীর উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন